‘এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাব’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ছাত্র আন্দোলনে রাজপথে নেমেছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন তিনি। পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে।

‘এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানবের আবির্ভাব’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।

 

চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম সামাজিকমাধ্যম। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

চমকের এই পোস্টে নেটিজেনদের মন্তব্য অভিনেত্রীকে বেশ বিপাকে ফেলেছে। একের পর এক বিদ্রুপমূলক মন্তব্য ভেসে আসছে তার পোস্টে।

একজন মন্তব্য করেছেন, লাল বিপ্লবিনী!! শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, ধীরে ধীরে টের পাবে অঙ্গনের লোকজন। একজন লিখেছেন, কেমন উপভোগ করছো নতুন লাল স্বাধীনতা? আবার কেউ কেউ লিখছেন, স্বাধীনতার স্বাদ কেমন আপা।

 

  • অভিনেত্রী
  • রুকাইয়া জাহান চমক
  • #