চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

কামাল আহমেদ চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

  • আওয়ামী লীগ নেতা
  • গ্রেপ্তার
  • চট্টগ্রাম
  • #