স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ দেখে আশরাফুল বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আজিজুল হক। এ সময় স্ত্রীকেও কুপিয়ে আহত করেছেন। সোমবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া গ্রামে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে নিহতের লাশ ও আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।
নিহত আশরাফুল বিশ্বাস (৩০) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি চন্নাপাড়ায় এসএস ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আহত তাসলিমা খাতুনকে (২৮) প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আজিজুল হক (৩০) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। প্রায় একযুগ আগে চন্নাপাড়ায় জমি কিনে বাড়ি করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার। ঘটনার পর থেকে আজিজুল পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএস ফ্যাশন কারখানার যৌথ মালিক আজিজুল ও আশরাফুল। তাসলিমাও সেখানে চাকরি করতেন। এর সুবাদে আশরাফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আশরাফুল বিভিন্ন অজুহাতে তাসলিমার বাসায় আসা-যাওয়া করতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে সন্দেহ হলে তাসলিমাকে একাধিকবার সতর্ক করেন স্বামী। সোমবার সকাল ৯টার দিকে আজিজুল কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে খুলে ফেলেন। পরে স্ত্রীকে আশরাফুলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে খাটের নিচ থেকে ধারালো দা নিয়ে আশরাফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ত্রীকেও কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে। স্ত্রীর সঙ্গে ওই যুবককে ‘আপত্তিকর অবস্থায়’ দেখে দুজনকে কুপিয়ে পালিয়ে যান আজিজুল। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। আহত তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজিজুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’