নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

যশোরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল (৪৪) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।

নিহতের ভাই আজাহারুল ইসলাম জানান, সজলের খোলাডাঙ্গা এলাকায় একটি স্যানিটারি দোকান রয়েছে। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার গোডাউনের পেছনে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, কী কারণে, কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনই বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আটকে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

  • কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ী
  • #