ববি এলাকার সড়কে এক সপ্তাহে প্রাণহানি ৩ জনের

:
প্রকাশ: ১ মাস আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে খয়রাবাদ সেতুর ঢালে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। এ নিয়ে এই সড়কে সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে একই স্থা‌নে বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক ইউনুস বিশ্বাস নিহত হন।

ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপা‌শি তি‌নি বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দি‌য়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম জানিয়েছেন, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলে করে বরিশাল থেকে বাউফলের দিকে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়।

এতে তার মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • #