ফেসবুক পোস্ট নিয়ে চট্টগ্রামে তুলকালাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

হিন্দু সম্প্রদায়ের সংগঠন ‘ইসকন’ নিয়ে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে দেওয়াকে কেন্দ্রে করে উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে তুলকালাম কাণ্ডে কয়েকজন পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রামের হাজারী গলিতে এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও এসিড নিক্ষেপের খবর এসেছে।চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এসিডে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে।

জানা যায়- হাজারী গলির মোল্লা স্টোরের ওসমান আলী নামে এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে লেখেন- ‘জঙ্গি ইস্কন নিষিদ্ধ করা হোক। এরা ভারতীয় সংগঠন। ইস্কন হটাও, দেশ বাঁচাও।’ এ পোস্টকে কেন্দ্র করে হাজারী গলিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ‘ইসকন’ নিয়ে ফেইসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সন্ধ্যায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গেলে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ পোস্টদাতাকে খুঁজতে বিক্ষুব্ধ লোকজন হাজারী গলিতে যায়। তখন এ ঘটনা ঘটে। সেখানে পুলিশকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ পরে পোস্টদাতা ব্যক্তিকে উদ্ধার করে হেফাজতে নিয়ে আসে।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকলে রাত সাড়ে নয়টার পর পুলিশের সঙ্গে সেনাবাহিনী যৌথভাবে হাজারী গলিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যৌথবাহিনীর পক্ষ থেকে সেখানে লাঠিচার্জও করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, হাজারী গলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের একটি দোকানের মালিক ওসমান মোল্লা ফেইসবুকে হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ইসকনকে নিয়ে ‘ব্যঙ্গাত্মক’ করেন। সেটা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধরা দলবেঁধে গিয়ে মার্কেটের সামনে জড়ো হয়। তারা দোকানটি ঘিরে রাখে।

পরে পুলিশ গিয়ে পোস্টদাতা ওসমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সনাতনী সম্প্রদায়ের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। এসময় পুলিশকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। বিক্ষুব্ধরা পুলিশদের দিকে ইটপাটকেল ছুড়ে মারে। উপর থেকে অ্যাসিডও নিক্ষেপ করার ঘটনাও ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতেও দেখা গেছে।

পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় জড়িতদের ধরতে যৌথ অভিযানের খবরও এসেছে।

  • চট্টগ্রামে তুলকালাম
  • পুলিশ আহত
  • ফেসবুক পোস্ট
  • #