যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বিজয়ের ঘোষণা দিয়েছেন। ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদরদফতরের সমর্থকদের সামনে তিনি সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এ সময় ট্রাম্প সম্ভাব্য পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। যদিও এখনও আনুষ্ঠানিক ফলাফল আসেনি। তাদের এখনও তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট কম আছে। তবে ভ্যান্সের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
সমর্থকদের ট্রাম্প বলেন, একদিন তারা এই দিনটিকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করবেন। আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী একটি ম্যান্ডেট দিয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে সিনেট পুনরুদ্ধার করেছে।
ট্রাম্প আরও বলেছেন, এটি আমেরিকার সুবর্ণ যুগ। যা আমেরিকাকে আবারও মহান করে তোলার সুযোগ এনে দেবে। আমরা আমাদের দেশকে সারিয়ে তুলতে যাচ্ছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্ত সমস্যার সমাধান করবেন। এটি ইতিহাস তৈরির একটি মুহূর্ত। যা রিপাবলিকানদের বিজয়কে বিশেষ অর্থবহ করে তুলেছে।
ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করেছেন। মেলানিয়ার প্রশংসা শেষে তিনি তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নাম উল্লেখ করেন যারা তার পাশে দাঁড়িয়েছিলেন।