গতকাল বুধবার ৬ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হলেন মুখোমুখি। তবে এই আলোচনা করেছেন তারা ভিডিও কলে ।
ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এ কথা জানায়। প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দুই দেশের সেনাবাহিনী প্রধান আলোচনায় বসেন, সুনির্দিস্ট কারণ পুরোটা না জানা গেলেও ধারণা করা হচ্ছে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরোচনা করেন ।
ভারতীয় সেনাবাহিনী জানায়, ভিডিও ফোনালাপে বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানরা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছেন। এদিন বেলা পৌনে ১২টার দিকে ভারতীয় সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট দেওয়া হয়।
গত জুলাই আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের পালিয়ে আসার পর এই প্রথম দুই সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়ে কিছু বলতে চাননি।