বরিশালে শেরে বাংলা মেডিকেলের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্রবাহিনী (সেনাবাহিনী) থেকে কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীরকে নিয়োগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিতও করা হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নতুন প্রস্তাবিত পদ ও কর্মস্থল বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ। আর এ লক্ষ্যে তাকে বদলিপূর্বক স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।  জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের পরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর; তিনিই হবেন এ হাসপাতালের প্রথম পরিচালক যিনি সেনা কর্মকর্তা। তবে শেবামেক হাসপাতালের অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর বিভিন্ন পদে রয়েছেন।

  • পরিচালক
  • বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
  • ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর
  • #