ঢাকায় জাতীয় নাট্যশালার সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের এক প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে।শুক্রবার বিকাল ৪টার পর সমাবেশে নাট্যকার, নির্দেশক, সংগঠক মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুড়ে মারেন বলে নাট্যকর্মীরা জানিয়েছেন। এসময় নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শিল্পকলায় একটি নাটকের প্রদর্শনী চলছে। সে প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত তারা সমাবেশস্থলে অবস্থান করবে।
সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে শুক্রবার ওই সমাবেশ আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। সমাবেশের শেষের দিকে মামুনুর রশীদের বক্তব্যের সময় আক্রমণের ঘটনা ঘটে।
এ ঘটনায় মঞ্চ থেকে মামুনুর রশীদ বলেন, যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।
নিরাপত্তাবাহিনীর সদস্যের সামনেই ওই ঘটনা ঘটে জানিয়ে মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
নাট্যকার মাসুম রেজা বলেন, কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছেন। আমরা নাট্যকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এটি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব। এখানে পুলিশ ছিলেন, তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা বলেন, আমর সারা দেশে প্রতিবাদ কর্মসূচি করব। আমাদের সমাবেশ শেষভাগে এসে কয়েকজন দুর্বৃত্ত এই কাজটি করেছে। তারা পালিয়ে গেছে।
ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ। তিনি বলেন, আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।