রাজধানীর গুলশান এলাকা থেকে শরীফ মোহাম্মদ মাসুদুল আলম সুজন (৫০) নামের একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী নিখোঁজ হয়েছেন। গত বুধবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
জানতে চাইলে বৃহস্পতিবার রাতে সুজনের বড় ভাই নাঈমুল আলম কান্নাজড়িত বলেন, সুজন এখনও বাড়ি ফেরেননি। পরিবারের সবাই এ নিয়ে আতঙ্কগ্রস্ত। এ ঘটনায় জিডি করা হলেও পুলিশের পক্ষ থেকে এখনো তেমন একটা অগ্রগতি পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, সুজন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। সে ওই দেশের নাগরিক। সুজনের পরিবারও যুক্তরাষ্ট্রে থাকেন। তবে সেখানে বসবাসরত স্ত্রীর সঙ্গে ৪ বছর আগে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। ২৬ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে আসেন। সম্প্রতি দেশে ফিরে তিনি বিয়ে করেছেন। ৯ নভেম্বর তার ফিরে যাওয়ার কথা। কিন্তু এখনও ফিরে না আসায় তার যুক্তরাষ্ট্র যাওয়া অনিশ্চিত।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগেও একবার দেশে ফিরে সুজন জীবনের নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তখন সাবেক স্ত্রীর আত্মীয় এক পুলিশ কর্মকর্তা তাঁকে তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী শরীফ নিখোঁজের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগেও একবার দেশে ফিরে সুজন জীবনের নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তখন সাবেক স্ত্রীর আত্মীয় এক পুলিশ কর্মকর্তা তাঁকে তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন।