রংপুরের কাউনিয়ায় যুবলীগ নেতা এরশাদ গ্রেপ্তার

:
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় কাউনিয়ায় সারাই ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে (৩৮) গ্রেপ্তার পুলিশ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে হারাগাছ স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।

যুবলীগ নেতা এরশাদ আলম সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামের ছোট ভাই।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

  • কাউনিয়া
  • গ্রেপ্তার
  • যুবলীগ নেতা
  • রংপুর
  • #