কুমিল্লা মহানগর আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এবং কান্দির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের। তিনি কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের আপন ভাতিজা। অপরজন কুমিল্লা মহানগর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

  • আ.লীগ
  • কুমিল্লা মহানগর
  • গ্রেপ্তার
  • নেতা
  • #