নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অবন্তী কালার টেক্স পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানাসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। সোমবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে শত শত শ্রমিককে গত কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পেয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা ওই কারখানাসহ আশেপাশের বেশ কয়েকটি গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল, ঢিল মেরে কাচ ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।
নারায়ণগঞ্জ শিল্পপুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে অবন্তী গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাদের বেতন বকেয়া রেখেছে। বেতন পরিশোধ না করেই শ্রমিক ছাঁটাই করা হলে তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে এসেছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে শ্রমিক নেতাদের নিয়ে আমরা আলোচনা করছি।