ঢাকার অদূরে আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে মাথাকাটা ও হাতবিহীন এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম শান্তনা বেগম (৩৬)। তাঁর স্বামী নয়ন মিয়া, পেশায় রাজমিস্ত্রী। তাঁরা দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নয়ন মিয়াকে থানায় নিয়ে গেছে। সান্ত্বনা বাবার বাড়ি ধামরাই উপজেলার বালিয়ায়। আর নয়ন মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাগঞ্জ উপজেলায়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকার একটি জঙ্গলে একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি সাভার মডেল থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও দুই হাতের কবজি থেকে হাত কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের প্রায় ১৫০ গজ দূর থেকে কাটা দুই হাত ও মাথা পাওয়া যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার রাতে মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রায় ১৫০ গজ দূর থেকে হাত ও মাথা উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর স্বামী নয়ন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।