শিল্পকলা একাডেমিতে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সমাবেশে হামলার প্রতিবাদ ও নাট্যকর্মীদের নিরাপত্তার দাবি জানাতে পথনাটক প্রদর্শনীর আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। ‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’ স্লোগান ধারণ করে আরণ্যক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জাতীয় নাট্যশালার প্রবেশদ্বারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’ স্লোগান ধারণ করে এই আয়োজনে মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও প্রাচ্যনাটের ‘স্পিক আউট’ নামে দুটি নাটক। এছাড়া আরণ্যক নাট্যদলের শিল্পীরা নাটকের গানও পরিবেশন করবেন।
আরণ্যকের প্রধান সম্পাদক (ভারপ্রাপ্ত) শামীমা শওকত লাভলী বলেন, প্রদর্শনী চলাকালীন নাটক বন্ধ করে দেওয়া ও তার প্রতিবাদে আয়োজিত সভায় হামলা করার মত যে ন্যাক্কারজনক ঘটনা নাট্যাঙ্গনে ঘটে গেল, তা দেখে আমরা প্রচন্ড ক্ষুব্ধ ও মর্মাহত।
এর আগে গত ৯ নভেম্বর নাট্যশালার মিলনায়তনে ‘কম্পানী’ নাটকের প্রদর্শনী বাতিল করে প্রতিবাদ জানিয়েছিল আরণ্যক। এবার মিলনায়তনের বাইরে পথনাটকের প্রদর্শনী করে নাট্যকর্মীদের নিরাপত্তার দাবি তুলতে চলেছেন তারা।
লাভলী বলেন, রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাট্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। দলগুলো নির্বিঘ্নে প্রদর্শনী করতে পারছে না। তাই বলে তো নাটক থেমে যেতে পারে না। মিলনায়তনে নাটক বন্ধ করার প্রতিবাদে আমরা পথে পথে নাটক করবো। রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারলে নাট্যকর্মীরা নিজেরাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।
সারাদেশের নাট্যকর্মীদের এই আয়োজনে উপস্থিত থাকতে আহ্বানও জানিয়েছেন আরণ্যকের প্রধান সম্পাদক।