ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে রবিবার আওয়ামী লীগ সমর্থক ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের জবাবদিহির আওতার আনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংগঠনটি মঙ্গলবার (১২ নভেম্বর) তাদের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের এক্স প্ল্যাটফর্মে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বাংলাদেশ সরকারকে হামলায় জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনারও তাগিদ দিয়েছে সংস্থাটি।
অ্যামনেস্টি বলেছে, রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষের ওপর আক্রমণ তাদের মতপ্রকাশ, সংগঠন ও সভা করার স্বাধীনতার লঙ্ঘন।