এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম ও এক কর্মকর্তার সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এ নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এদিকে, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতিসহ ৩৫টি অভিযোগ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন ৯ উদ্যোক্তা পরিচালক।
সূত্র জানায়, ২০১৭ সালের ১০ ডিসেম্বর ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর পরিচালক হিসেবে যুক্ত হন জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান আদনান ইমাম। সম্প্রতি তিনি ব্যাংকের পরিচালক পদ ছাড়েন। তাঁরা দুজনে মিলে নানা ব্যবসায়ে যুক্ত হন। ব্যাংক থেকে নামে-বেনামে অর্থ বের করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এদিকে ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার হলেন তাঁদের দুজনের ঘনিষ্ঠ। এই সুযোগ কাজে লাগিয়ে জাফর ইকবাল ব্যাংক থেকে নানা সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে।