গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
এক ফেসবুক পোস্টে আশীষ খাঁর ভাতিজা সিরাজ আলী খাঁ তাঁর মৃত্যুর খবর দিয়েছেন। ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদবাদক। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ও ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে।
৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ বিভাগে ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন আশীষ খাঁ।
আশীষ খাঁ একাধিকবার বাংলাদেশে শো করে গেছেন।