বানারীপাড়ায় চাঁদা না পেয়ে স্ত্রীসহ আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে আহত

: বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে চাঁদার দাবিতে শাহাদাত বেপারী নামের এক আওয়ামী লীগ কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শাহাদাত বেপারী বাদী হয়ে একই এলাকার বেলাল সরদার ও সুমন হাওলাদারকে আসামি করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই অভিযোগ সুত্রে জানা গেছে, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আওয়ামী লীগ কর্মী শাহাদাত বেপারী মাহেন্দ্র-আলফা গাড়ি চালানোর উদ্দেশ্যে কাজলাহার গ্রামের নিজ বাড়ি থেকে বের হলে রাস্তায় আসামিরা গাড়ির গতিরোধ করে তাকে বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক হয়ে এখনও কেন বাড়িতে আছো, থাকতে হলে আমাদের ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে।’ শাহাদাত বেপারী তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বেদম মারধর করা হয়। এ সময় তার ডাক চিৎকার শুনে স্ত্রী নাজমা এসে তাকে রক্ষা করতে চাইলে তাকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আওয়ামী লীগ কর্মী
  • আহত
  • বানারীপাড়া
  • #