পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। শনিবার সকালে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের বেতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৪০) হিমাইতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শুকুর আলীর ছেলে। আহত পাঁচ জনকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হিমাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেমের বিরোধ চলছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। শুক্রবার রাতে এলাকায় একটি ইসলামি জলসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আবুল হাসেমের সমর্থক জালাল উদ্দিনসহ অন্তত পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জালালের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা মুন্তাজ আলী ও আবুল হাসেমের মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, বিষয়টি জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ নেব। রাজনৈতিক কোনও বিরোধ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, মুন্তাজ ও হাসেম পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।