হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনি পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। রোবাবর বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানায় অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, রোববার (১৭ নভেম্বর) ভোরে তারা গোপন সূত্রে খবর পান যে উপজেলার উবাহাটা ইউনিয়নের অন্তর্গত দুর্গাপুর বাজারস্থ মেসার্স আমিনুল স্টোরের সামনে পাচারকালে ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে চিনিভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি থেকে উদ্ধার করা হয় ৩১৬ বস্তা ভারতীয় অবৈধ চিনি। আটক করা হয় পাচারের সাথে জড়িত ৩ জনকে।
আটককৃতরা হলেন বাহুবল উপজেলার রুপসংকর গ্রামের সিরাজ আলীর পুত্র রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাও গ্রামের খোরশেদ আলীর পুত্র মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের পুত্র আশিক মিয়া (২২)।
ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।