পাবনায় গুলি করে ও কুপিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে দিনে-দুপুরে খালেকুজ্জামান মানিক নামে যুবলীগের এক কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রূপপুর এলাকার একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মামলায় হাজিরা দেওয়ার জন্য সকাল ৯টার দিকে তিনি জেলা শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাস্তায় উঠতেই ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন মানিক। জামিন পেয়ে ২০ দিন আগে বাড়ি ফেরেন। সোমবার পাবনার আদালতে মামলাটিতে তার হাজিরার দিন ছিল।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতা বা গত বছরের তাফসির হত্যার জেরেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • পাবনা
  • যুবলীগ কর্মী
  • হত্যা
  • #