ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী রকিবুল ইসলাম ওরফে রকিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মিরপুরের বড়বাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রকি মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের অন্যতম সদস্য।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মিরপুর থানার সামনের সড়কে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে মঈনুল ইসলাম তূর্য নিহত হন। তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তূর্য হত্যা চেষ্টা মামলায় এজাহারনামীয় আসামি রকিবুল ইসলাম ওরফে রকিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।