বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থিদের জয়

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীলীগপন্থি নীল দল। মোট ১৫টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ পদে বিজয়ী হয়েছেন তারা। আর জাতীয়তাবাদী বিএনপি-জামায়াতপন্থি সবুজ দল থেকে জয়লাভ করেছেন মাত্র একজন প্রার্থী। পাঁচটিতে জয় পেয়েছে স্বতন্ত্র হলুদ দল।

বুধবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সমর্থিত প্যানলের মৌন সমর্থনে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর-১ নূরুন নাহারসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মানবসম্পদ বিভাগ থেকেই কর্মকর্তাদের পদোন্নতি, পদায়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত হয়ে থাকে। নূরুন নাহার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর হন।

কাউন্সিলের ১৫টি পদের জন্য তিনটি দল থেকে মোট ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী সমর্থিত নীল দল থেকে নির্বাচিত ৯ জন হলেন  সভাপতি একেএম মাসুম বিল্লাহ, সহ-সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (শ্রাবণ), সহ-সম্পাদক এ ইউ এম মান্না ভূঁইয়া, মো. তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা চৌধুরী, দপ্তর সম্পাদক মো. সাগর সরকার এবং সদস্য পদের পাঁচটির মধ্যে দুইজন। তারা হলেন- মোস্তাক আহমেদ ও প্রণয় রায় শুভ।

বিএনপিপন্থি সবুজ দল থেকে সহ-সভাপতির দুই পদের একটিতে বিজয়ী হয়েছেন অমিতাভ চক্রবর্তী। আর স্বতন্ত্র হলুদ দল থেকে বিজয়ীরা হলেন সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম, সদস্য পদের পাঁচটির মধ্যে তিনজন। তারা হলেন মো. শাহরিয়ার রহমান সামস, সাবেকুন নাহার শিরিন ও আবিদ আলী মোগল।

  • আওয়ামীপন্থি
  • জয়
  • বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল
  • #