গৌরনদীর সাবেক পৌরমেয়রকে মারধর করে পুলিশে সোপর্দ

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বরিশালের গৌরনদী সাবেক পৌরমেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে (৬৯) মারধর করে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন উত্তেজিত জনতা। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে গৌরনদী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

সাবেক পৌরমেয়র আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে অনিক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তার বাবা মুলাদী যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, মীরগঞ্জ ফেরিঘাটে গৌরনদীর সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে মারধর করার খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গৌরনদী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আওয়ামী লীগ শাসনামলে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ১৫ নভেম্বর গৌরনদী থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গৌরনদী
  • পুলিশ
  • মারধর
  • সাবেক পৌরমেয়র
  • সোপর্দ
  • #