চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্যসাবেক চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, তিনি একটি বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। সীতাকুণ্ড থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।