ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকের চালক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড় বিবির গ্রামের মুকুল (৩৫), অপরজন একই উপজেলার ডুমুরদি গ্রামের মোতাহার মোল্লার ছেলে মো. বাদল মোল্লা (৪০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বরিশালে মালামাল বিক্রি করে খালি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের তাঁরাকূপি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকচালক মুকুল ও ব্যবসায়ী বাদল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরও জানান, ট্রাকটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।