গাজীপুরের শ্রীপুরে হামলা করে আবদুস সালাম নামে ষাটোর্ধ্ব এক কৃষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি এক নেতার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামে এ হামলা হয়। আহত সালামের বাম হাত ভেঙে তিন টুকরো হয়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে ব্যথায় কাতড়াচ্ছেন।
এ বিষয়ে সালামের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে গতকাল শনিবার মাওনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামানের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
সুফিয়া বলেন, শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১০০ ভাড়াটে লোক নিয়ে তাদের জমি দখল করতে আসেন আসাদ। এতে বাধা দিলে তাঁর স্বামীর বাম হাত ভেঙে দেন তিনি। আসাদের ভয়ে তারা মুখ খুলতে পারছেন না।
সালামের ছেলে জসীম উদ্দিন বলেন, ‘আসাদের দাপটে এলাকাবাসী অতিষ্ঠ। আমার বৃদ্ধ বাবাকে তিনি পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। শুরুতে বাবাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করেছি।’
এদিকে সালামের ওপর হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান বলেন, ১৭ বছর (ওরা) আমাকে জ্বালাইছে। ওই জমি আমাদের। ওরা জোর করে দখল করে রেখেছে। শুক্রবার তিনি সালামের ওপর হামলা করেননি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, দৌড়ে পালানোর সময় হাত ভেঙে গেছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বলেন, তারা বিষয়টি শুনেছেন। তদন্ত করে দলের জ্যেষ্ঠ নেতাদের জানানো হবে। ঘটনা সত্য হলে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তারা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার সত্যতা জানতে তদন্ত হচ্ছে।