জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা বাড়িয়ে ১৫০ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান সংগঠনটির সহ-সভাপতি রেখা চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনে নারীদের সুযোগ বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছি। মহিলা পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি, সংসদে নারী আসন সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হোক। প্রতি দুই আসনের জন্য একটি নারী আসন করা হোক এবং সেখানে সরাসরি নির্বাচন হোক। এই দাবি আমাদের দীর্ঘদিনের।
সাংবাদিক আয়েশা কবির বলেন, ভোটার ও প্রার্থী হিসেবে নারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা বলেছি। নির্বাচনে জেন্ডার সংবেদনশীলতা বিষয়টি নজর দেওয়া উচিত। এছাড়া আমরা সত্যিকারের নারী প্রতিনিধিত্ব চাই। আমরা কোটাভিত্তিক আসন চাই না।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নারীরা সরাসরি নির্বাচন চেয়েছেন। অনেকে ঘূর্ণায়মান পদ্ধতি চেয়েছেন। নারীবান্ধব নির্বাচন হতে হবে। ইসি ও ইসি কর্মকর্তাদের এক-তৃতীয়াংশ নারী হতে হবে। দলীয় কার্যক্রমে নারী ৩৩ শতাংশ নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনী ব্যয় সংকোচন, নারী আসন ১৫০টি আসন করার জন্য বলেছেন। কেউ কেউ ১০০টি আসনের কথাও বলেছেন। অনেকে সংখ্যানুপাতিক নির্বাচন চেয়েছেন।