সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করার কারণে সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

  • গ্রেপ্তার
  • সাবেক কাউন্সিলর
  • সিলেট সিটি করপোরেশন
  • #