ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে হত্যার হুমকি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। তাঁর দাবি, তাঁকে হত্যার ছক কষছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এ কারণে তিনিও প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এই হুমকির পর প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে ফিলিপাইনের এ সংক্রান্ত সংস্থাগুলো। এর আগে সারা বলেন, যদি তিনি কোনোদিন হত্যার শিকার হন তাহলে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসকে স্ত্রী-সন্তানসহ হত্যা করা হবে।
সারা দুতার্তে বলেন, আমি গুপ্তঘাতকের সঙ্গে যোগাযোগ করেছি। যদি আমাকে কখনো হত্যা করা হয়, তাহলে প্রেসিডেন্ট, তার স্ত্রী-সন্তান এবং সংসদের স্পিকারকে ওই ঘাতক হত্যা করবে। আমি এটি মজা করে বলছি না।
কয়েক মাস আগেও প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের মিত্র হিসেবেই পরিচিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট সারা। সম্প্রতি শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে ফাটলের পর আজ শনিবার এই হুমকি দিলেন তিনি। এবার হুমকির পর তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।