ধর্ষণচেষ্টার মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালাল। রোববার (২৪ নভেম্বর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম তার জামিন মঞ্জুর করেন।
গত ১ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে সাংবাদিক মোল্লা জালাল ও তার সহযোগী সলেমান ওরফে সেলিমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক নারী। মামলার ৩ দিন পর ৪ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার হন মোল্লা জালাল।