নারায়ণগঞ্জে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া এলাকায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালসে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। ছাঁটাই করা ৩০ জন শ্রমিককে পুনর্বহাল ও প্রতিষ্ঠানের এক কর্মকর্তার অপসারণের দাবিতে এই বিক্ষোভ তাদের।

সোমবার সকালে শ্রমিকেরা ওষুধ উৎপাদন কারখানার ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে সমঝোতায় বসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে তাঁরা। গত দুদিন আগে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হলে আগামী ২৭ তারিখ দাবির বিষয়টি সমাধানের আশ্বাস মেলে। কিন্তু এরই মধ্যে আন্দোলনে অংশ নেওয়া ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর জেরেই আজ সকালে শ্রমিকেরা বিক্ষোভ করে ছাঁটাই করা ৩০ জনকে পুনর্বহাল ও প্রতিষ্ঠানের এক কর্মকর্তার অপসারণের দাবি জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আল মামুন জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মালিক ও শ্রমিক দুই পক্ষকে নিয়ে সমঝোতার আলোচনায় বসা হয়েছে।

  • ওরিয়ন ফার্মাসিউটিক্যালস
  • নারায়ণগঞ্জ
  • বিক্ষোভ
  • শ্রমিক
  • #