রাজশাহী-বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা, বরিশালে বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে আজ সোমবার হামলা চালিয়ে সাইনবোর্ড খুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী একদল ব্যক্তি, ছবি : সংগৃহীত

রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলার ঘটনার ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এছাড়া বরিশালে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের ব্যানারে কিছু মানুষ। বগুড়ায় দৈনিক প্রথম আলো পত্রিকার অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ইট-পাটকেল ছুড়ে অফিসের কাঁচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়। 

আলেম-ওলামা এবং তাওহিদী জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল হয় রাজশাহীতে। নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে। পরে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এরপর বিক্ষোভ মিছিলটি নিয়ে আলুপট্টির দিকে রওনা হয় তারা। সেখানে বিক্ষোভ সমাবেশ করে প্রথম আলো পোড়ায় আন্দোলনকারীরা।

অন্যদিকে, বরিশালে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধেও দফায় দফায় বিক্ষোভ হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার অফিসের সামনে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর আগে, রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে পত্রিকার দুটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। তারাও প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ করে। অগ্নসিংযোগ করা হয়।

এদিকে বগুড়ায় দৈনিক প্রথম আলো পত্রিকার অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ইট-পাটকেল ছুড়ে অফিসের কাঁচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হন নাই। এদিকে অভিযোগ উঠেছে, নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার, সদর থানায় জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলায় অবস্থিত দৈনিকটির অফিসে এই ঘটনা ঘটে।

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে । বগুড়া,২৫ নভেম্বর, ছবি : সংগৃহীত

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জানান, রাত সাড়ে ১০টার পর আটটি মোটরসাইকেলে মুখোশধারী হামলাকারীরা শহরের কালীবাড়ি মোড়ের দিক থেকে রেজাউল বাকী সড়ক হয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে আসে। এরপর ব্যাগে করে আনা পাথর ছুঁড়ে কার্যালয়ের কাঁচের দেয়াল প্রায় পুরোটা ভাঙচুর করে। এ ছাড়া কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডও ভাঙচুর করা হয়। এরপর মোটরসাইকেল যোগে হামলাকারীরা জেলখানা মোড় হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি জানান, হামলা আশঙ্কায় প্রথম আলোর কর্মীরা আগেই অফিস তালাবদ্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেছিলেন। এ ঘটনায় কেউ আহত হননি। এদিকে ওই হামলার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যালে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একদল দুর্বৃত্ত রাস্তা থেকে অফিসে ইট-পাটকেল ছুড়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, আমরা রোববার থেকেই হামলার আশঙ্কায় ছিলাম। এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলাম। কিন্তু পুলিশের সহযোগিতা না পাওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকার চেষ্টা করি। কিন্তু হামলার আশঙ্কায় পৌনে ৯টার দিকেই বাসায় চলে যাই। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোন করে জানান আমাদের অফিসে হামলা চালানো হয়েছে।

অফিসের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার রাত ১০টা ৩৩ মিনিটে আটটি মোটরসাইকেলে আসা ২২-২৪ জন মুখোশধারী ব্যক্তি বগুড়া শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড় এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে এসে থামেন।

মোটরসাইকেল থেকে নেমেই তারা ব্যাগে করে আনা পাথরের বড় বড় টুকরো হাতে নিয়ে প্রথম আলোর কার্যালয় লক্ষ্য করে ছুঁড়তে থাকেন। বাইরে থেকে পাথর ছুঁড়ে তারা প্রথম আলো কার্যালয়ের সামনের ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ বিশিষ্ট ১০ এমএম মোটা কাঁচের দেয়াল ভেঙে চুরমার করেন। এ ছাড়া কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডও ভাঙচুর করেন। এরপর মোটরসাইকেল চালিয়ে হামলাকারীরা জেলখানা মোড় হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলা-ভাঙচুরে সময় নিয়েছেন তারা দুই মিনিটের কম। হামলাকারীদের শনাক্তে পুলিশ রাতেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক সাংবাদিকদের জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছেন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

  • প্রথম আলোর অফিস
  • বিক্ষোভ
  • রাজশাহী-বগুড়া
  • হামলা
  • #