কারাবন্দি অসুস্থ আ. লীগ নেতাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু মারা গেছেন। পুলিশের হেফাজতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জে তার মৃত্যু হয়। বগুড়া কারা কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা জানতে পারেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পুলিশের হেফাজতে রেখে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জে পৌঁছালে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, এখানে আনার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে শাহাদত আলম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অ্যানজিওগ্রামসহ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

অ্যাম্বুলেন্সে শাহাদত আলমের সঙ্গে থাকা বন্ধু ফিরোজ হামিদ খান বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিশের হেফাজতে অ্যাম্বুলেন্সে সড়কপথে ঢাকায় নেওয়ার পথে শাহাদতের অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয় পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন (৩৫) নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১ জনকে আসামি করে তার বাবা সেকেন্দার আলী ১৬ আগস্ট সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় ১০০ নম্বরের আসামি ছিলেন শাহাদত। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে এক রিকশাচালক নিহতের ঘটনায় করা আরেক মামলার আসামি ছিলেন তিনি। আর নিহত কমর উদ্দিনের স্ত্রী তহমিনা বেগমের করা আরেকটি মামলার ২৭ নম্বর আসামি ছিলেন শাহাদত। পরে তাকে আরও দুটি মামলায় আসামি করা হয়।

শাহাদত আলম বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। জেলা আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা আছে। গত ২৫ আগস্ট রাতে শহরের মালতিনগর মোল্লাপাড়া এলাকার বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই থেকে কারাগারে ছিলেন তিনি।

  • আ. লীগ নেতা
  • কারাবন্দি
  • মৃত্যু
  • #