প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় ৩৪ বিশিষ্টজনের গভীর উদ্বেগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং প্রথম আলোর রাজশাহী ও বগুড়া কার্যালয়ে হামলাসহ পত্রিকা দুটির বিরুদ্ধে অপতৎপরতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন দেশের ৩৪ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান বিশিষ্ট নাগরিকেরা। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষায় সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, সুলতানা কামাল, আনু মুহাম্মদ, খুশী কবির, জেড আই খান, শহিদুল আলম, সুব্রত চৌধুরী, রেহনুমা আহমেদ, শামসুল হুদা, স্বপন আদনান, সালমা আলী, সারা হোসেন, তবারক হোসেন, রোবায়েত ফেরদৌস, সামিনা লুৎফা, জোবায়দা নাসরিন, মনীন্দ্র কুমার নাথ, সালেহ আহমেদ, খাইরুল ইসলাম চৌধুরী, তাসলিমা ইসলাম, সাদাফ নুর, জাকির হোসেন, মিনহাজুল হক চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, সায়দিয়া গুলরুখ, ফারহা তানজিম, আশরাফ আলী, শুভ্র চক্রবর্তী, শাহদাত আলম, রুশাদ ফরিদী, মাহবুব হাসান, দীপায়ন খীসা ও হানা শামস আহমেদ।

বিবৃতিদাতারা বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে উসকানিদাতা ও তাঁদের ইন্ধনদাতাদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • উদ্বেগ
  • কার্যালয়
  • ডেইলি স্টার
  • প্রথম আলো
  • বিশিষ্টজন
  • হামলা
  • #