আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুই দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিবিদ, আইনজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী।

জানাজায় অংশ নিয়েছেন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপি ও জামায়াত ইসলামের একাধিক নেতৃবৃন্দ।

জানাজা শেষে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে আইনজীবী হত্যায় ইসকন সমর্থকদের দায়ী করে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

  • আইনজীবী
  • জানাজা
  • সাইফুল ইসলাম আলিফ
  • #