গুটিপোকা থেকে প্রজাপতি হওয়ার গল্প

: বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। এ বার তালিকায় আরও একটি সিরিজ় যুক্ত হতে চলেছে। এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। সৌভিক কুন্ডু পরিচালিত সিরিজ়টির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সিরিজ়ের নাম ‘গুটিপোকা’। সূত্রের দাবি, এই সিরিজ়ে গার্হস্থ্য হিংসার শিকার এক মহিলার চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় সে শিক্ষিকা। মূলত শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্কের প্রেক্ষাপটে গল্প। কিন্তু আপাত ভীরু স্বভাবের পাওলি অভিনীত চরিত্রটি এক সময়ে পরিস্থিতির চাপে কী ভাবে ঘুরে দাঁড়ায়, তা নিয়েই সিরিজ়ের গল্প এগোবে। ইউনিটের এক সূত্রের কথায়, ‘এক জন মহিলার গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উড়ানের আখ্যানকে তুলে ধরবে সিরিজ়টি।’

সূত্র : আনন্দবাজার

#