বাড়ি থেকে নিয়ে মারধর, চারদিন পর আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় কামাল হোসেন চৌকিদার নামে এক যুবককে মারধরের চারদিন পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। কামাল (৪৫) উপজেলার তাফালবাড়িয়া গ্রামের রুস্তম চৌকিদারের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমানের অনুসারী ছিলেন।

কামালের বোন রানী বেগমের দাবি, আওয়ামী লীগ করায় গত শনিবার বিকেলে বাড়ি থেকে কামালকে ধরে নিয়ে যায় বিএনপি কর্মী শাহীন শরিফ ও তার সহযোগী আল-আমিন, কামরুল হোসেন, মনির হোসেন, মো. রুবেলসহ কয়েকজন। তারা দুই লাখ টাকা চাঁদা চাইলে দিতে রাজি না হওয়ায় সাপলেজা মাছ বাজারে কামালকে নির্যাতন করা হয়। পরে সাদা কাগজে স্বাক্ষর রেখে কাউকে ঘটনাটি না জানানোর জন্য হুমকি দিয়ে তারা বাড়ি পাঠিয়ে দেয়। ওই দিন আমরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও সাড়া পাইনি। থানায় গেলেও মামলা নেয়নি। পরে সোমবার আমার ভাই নিজে সেনাক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ দেন। এর পর থেকে বাড়িতে গ্রাম্য ডাক্তারের ওষুধ খাচ্ছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হামলাকারীদের দ্রুত শাস্তি চান রানী বেগম।

মঠবাড়িয়া সেনাক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান জানান, অভিযোগের পর হামলাকারীদের ডেকে এনে মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছিল।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে কামালের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

#