কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারক নূরুল আমিন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৪ নভেম্বর বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের পৃথক দুই মামলায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঈন আব্দুল্লাহ সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে।
সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. হাফিজ আহমেদ বাবলু জানান, মঈন আব্দুল্লাহর চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।