মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডিশ পার্লামেন্টে শুক্রবার (২৯ নভেম্বর) সুইডিশ পার্লামেন্ট সদস্য কাদির কাসিরগার সঙ্গে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিদের এক সভায়  বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তুলে ধরেন। এ সভায় সুইডিশ পার্লামেন্ট সদস্য কাদির কাসিরগার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার, তাদের উপর নির্যাতন-নিপীড়ন এবং আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা উল্লেখসহ জাতির পিতা বঙ্গবন্ধুর ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ি পোড়ানো, সারাদেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার চিত্র তুলে ধরা হয়।

সুইডিশ পার্লামেন্টের সদস্য কাদির কাসিরগা বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রতিদিন মানুষ খুন হচ্ছে এসব অত্যন্ত দুঃখজনক। মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। মানবতাবিরোধীরা কখনো জয়ী হয় না।

ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। প্রতিনিধি দলে ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুইডেন আওয়ামী লীগ নেতা খালেদ আহমেদ চৌধুরী, ড. ফরহাদ আলী খান, মঞ্জুরুল হাসান, হাফিজুর রহমান , সৈয়দ বজলুল বারী ও ড. মুহাম্মদ হুমায়ুন কবির।

  • ইউরোপ প্রবাসী
  • বাংলাদেশি
  • মানবাধিকার লঙ্ঘন
  • #