বান্দরবানের গহীন জঙ্গলে মুরুং ঝর্ণা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) বিকালে সুয়ালক ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে গহীন মুরুং ঝর্ণাতে কয়েকজন যুবক বনভোজন করতে যায়। এসময় ঝর্ণার নিচে পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক ব্যক্তি মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
ওই এলাকার ইউপি সদস্য রেদামং মারমা বলেন, সকালে কয়েকজন যুবক ঝর্ণাতে বনভোজনে গেলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবসীকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। তবে লাশটি কার সেটির কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।