মানিকগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মানিকগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এবং সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলন্ডী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরের পর আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভা আওয়ামী লীগের সাবেক সদস্য শরিফুল ইসলাম ওরফে নান্টু (৪৬) ও সদর উপজেলা বেতিলা মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ (৬০)।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে গত ২৫ সেপ্টেম্বর এ ঘটনায় পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯১ জন নেতাকর্মীর নাম উল্লেখ্সহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় এরই মধ্যে পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সালামসহ বেশ কয়েকজন জেলহাজতে আছেন।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরের পর আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

  • আওয়ামী লীগ
  • গ্রেপ্তার
  • নেতা
  • মানিকগঞ্জ
  • #