একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দণ্ডিত সকল আসামিকে সকল বিচারিক রীতিনীতি লংঘন করে অবৈধভাবে খালাস করে বিচারের পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে ভিয়েনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় খন্দকার হাফিজুর রহমান নাসিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
সভায় এম. নজরুল ইসলাম বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামিদের খালাসের রায় বাংলাদেশে আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে একটি জঘন্য ও ঘৃণ্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এই গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের বিচার বন্ধের হীন উদ্দেশ্যে সেই সময় বিএনপি-জামায়াত জোট সরকার জজমিয়ার নাটক সাজিয়েছিল। তারাই এখন ইউনূস সরকারকে দিয়ে তারেক ও বাবরসহ দণ্ডপ্রাপ্ত ৪৯ জন আসামিকে খালাস করাল। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলছি পঁচাত্তরের ১৫ আগস্ট এবং তেসরা নভেম্বর হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে, তেমনি একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার বাংলার মাটিতেই হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহি দাস সাহা, শফিকুর রহমান বাবুল, গাজী মোহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাহাবুদ্দিন সবুর, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কাঞ্চন প্রমুখ।