বরিশালের বানারীপাড়ায় সন্ত্রাসী হামলায় বন্দর বাজারের ব্যবসায়ী মওদুদ (৬২) আহত হয়েছেন। বন্দর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. মওদুদুর রহমানকে (মওদুদ) দোকান থেকে ডেকে নিয়ে বেদম মারধর করা হয়। ভোটার তালিকা করায় তাকে এসময় কান ধরিয়ে অপমানও করা হয়।
জানা গেছে, আসন্ন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত হন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মওদুদ, মো. দুলাল, কৃষ্ণ পাল ও কালা চাঁদ কুন্ড। রবিবার দুপুরে মুখে মাস্ক পরিহিত এক যুবক মো. মওদুদের দোকানে এসে তার সাথে জরুরি কথা বলার ছলে পাশের এক গলিতে নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওই যুবকের সাথে থাকা অন্যান্য দুর্বৃত্তরা ব্যবসায়ী মওদুদকে ভোটর তালিকা হালনাগাদ করলে পেট কেটে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি প্রদান করে। পরে তিনি একটি কফিহাউজে আশ্রয় নিলে সেখানেও তাকে মারধর ও কান ধরানো হয়। তাকে মারধরের একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়- বিএনপি সমর্থিত একটি গোষ্ঠী পকেট কমিটি করে নির্বাচন বানচাল করার লক্ষ্যে এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।
এদিকে রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাজারের সকল ব্যবসায়ীর প্রায় দুই ঘন্টা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।
খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদ উর রহমান ও থানার ওসি মো. মোস্তফা ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে সুবিচারের আশ্বাস দিয়ে তাদের শান্ত করে দোকান খোলান।