টাঙ্গাইলের সখীপুরে বনভূমি দখল ও গাছ কাটার মামলায় মনিরুজ্জামান মনির নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সোমবার সন্ধ্যায় সখীপুর বাজার থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিরুজ্জামান মনির উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি সখীপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নলুয়া বাজারে ইউরেকা শিক্ষা পরিবার নামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি।
জানা গেছে, উপজেলার নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং ১৪০২-এ অবৈধভাবে সরকারি সংরক্ষিত বনে প্রবেশ করে গজারির চারা কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবর দখলের অভিযোগ এনে মনিরুজ্জামানের বিরুদ্ধে বন বিভাগ মামলা দায়ের করে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ওসি জাকির হোসেন বলেন, বনভূমি দখল ও গাছকাটা মামলায় মনিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।