যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের এক সংবাদ সম্মেলনে মানবাধিকারকর্মীরা লেখক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তির আহ্বান জানান। গত সোমবার (৩ ডিসেম্বর) ইউরোপীয় বাংলাদেশ ফোরাম আয়োজিত সভায় বক্তারা তার গ্রেপ্তার এবং বাংলাদেশে মানবাধিকারের অবস্থা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সিনিয়র গবেষক এবং এসেক্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রভাষক আব্বাস ফয়েজ মূল বক্তব্য রাখেন। শাহরিয়ার কবিরের মামলা সম্পর্কে বলতে গিয়ে আব্বাস ফয়েজ সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য আইনি নিপীড়নের মুখোমুখি হওয়ার সাংবাদিকের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন।
আব্বাস ফয়েজ জোর দিয়ে বলেন, শাহরিয়ার কবিরের বর্তমান গ্রেপ্তার মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়েছে, জামায়াত-ই-ইসলামীসহ রাজনৈতিক দলগুলো সম্পর্কে তার সমালোচনামূলক লেখা থেকে উদ্ভুত। বক্তা মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক গুরুত্বের উপর জোর দিয়ে আব্বাস ফয়েজ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধান নিপীড়নের ভয় ছাড়াই ব্যক্তিদের মতামত প্রকাশের অধিকারকে রক্ষা করে।
সংবাদ সম্মেলনটি শাহরিয়ার কবিরের আদালতে উপস্থিতির সময় সহিংসতার বিরক্তিকর প্রতিবেদনের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে আব্বাস ফয়েজ বে-আইনি বলে নিন্দা করেন এবং অবিলম্বে এর তদন্তের প্রয়োজন ছিল বলে উল্ল্যখ করেন । তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চার দফা সুপারিশ পেশ করেন : শাহরিয়ার কবিরকে জরুরি চিকিৎসা প্রদান করুন, কোর্টে হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনুন, বানোয়াট অভিযোগ প্রত্যাহার করুন এবং একাধিক অভিযোগ একত্রিত করে একটি ন্যায্য আইনি প্রক্রিয়া নিশ্চিত করুন।
সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের পুষ্পিতা গুপ্তা, আহমদিয়া সম্প্রদায়ের মুক্তিযোদ্ধা এম এ হাদি, কূটনৈতিক সংবাদদাতা ডানকান বার্টলেট, ব্যারিস্টার তানিয়া আমির এবং রেডব্রিজের সাবেক মেয়র রায় এমমেটসহ অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং শাহরিয়ার কবিরের প্রতি তাদের একাত্মতা প্রকাশ করেন । কনফারেন্সটি বাংলাদেশের সাংবাদিক এবং মানবাধিকার রক্ষক যারা তাদের চলমান চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে।