কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় জনাকীর্ণ বারাসাত রেলস্টেশনে কয়েকজন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে তার ওপর দাঁড়িয়ে অবমাননাকর আচরণ করছিল। এদের মধ্যে বজরং দলের সদস্যরাও ছিলেন বলে জানা যায়। খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে দুইজনকে এবং পরে আরও একজনকে আটক করে।

গ্রেপ্তার হওয়া যুবকদের পরিচয় আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জি। বজরং দলের স্থানীয় প্রধান বাপন বিশ্বাস দাবি করেন, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন, আটককৃতদের মুক্তি না দিলে বড় ধরনের আন্দোলন শুরু হবে।

এর আগে, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা এবং ভাঙচুরের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার ও তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। এই ঘটনার পর ভারতের কেন্দ্র এবং ত্রিপুরা সরকার তৎপর হয়ে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বাড়ায়। নিরাপত্তার উদ্বেগের কারণে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়।

  • অবমাননা
  • কলকাতা
  • গ্রেপ্তার
  • বাংলাদেশের পতাকা
  • যুবক
  • #