বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর ঢাকা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ছুটির দিনেও আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুসারে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার স্কোর ছিল ২৪৮।

এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

তালিকায় দূষণের দিক দিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লী শহর। এ ছাড়া চীনের সাংহাই পাঁচ ও ভারতের কলকাতা রয়েছে ছয় নম্বরে।

বিশ্বের ১২৬টি দেশের মধ্যে সবচেয়ে কম দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, যার স্কোর ১৪। এরপরের অবস্থানে রয়েছে কানাডার মন্ট্রিওল ও নরওয়ের অসলো শহর।

সাধারণত স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এর ওপর স্কোর উঠলে পর্যায়ক্রমে অস্বাস্থ্যকর, দুর্যোগপূর্ণ বলা হয়।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। বায়ুদূষণজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত ঢাকা। সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে।

  • ঢাকা
  • দূষিত বাতাস
  • শহর
  • #